ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুন ২০, ২০২২
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ছাত্র-ছাত্রী সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় (ছাত্র) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং যুগ্মভাবে রানারআপ হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল।

একই প্রতিযোগিতায় (ছাত্রী) কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রানারআপ হয়েছে।

রোববার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন বিজয় একাত্তর হলের এবাদুল ইসলাম এবং ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন কবি সুফিয়া কামাল হলের তামান্না জাহান। আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং রানারআপ হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।

সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জুন ২০, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।