ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বন্যপ্রাণী মুক্তকরণে খাঁচায় ঢুকে অভিনব প্রতিবাদ সাংবাদিকের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
বন্যপ্রাণী মুক্তকরণে খাঁচায় ঢুকে অভিনব প্রতিবাদ সাংবাদিকের

ঢাকা বিশ্ববিদ্যালয়: বন্যপ্রাণীদের খাঁচা থেকে মুক্তকরণে খাঁচায় ঢুকে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন সাংবাদিক হোসেন সোহেল।

শনিবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ অবস্থান শুরু করেন তিনি।

তিনদিন অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ মেয়াদি একটি সিস্টেম এত দ্রুত পরিবর্তন করা যায় না। আমি শুরুটা করে দিতে চাই। মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই, প্রাণীদের খাঁচায় আটকে রাখবেন না। তথাকথিত চিড়িয়াখানাগুলো বন্ধ করতে হবে। প্রাণীদের অযথা কষ্ট দিবেন না।

এটিকে প্রতীকী কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, এখানে আমি একা প্রতিবাদের কর্মসূচি হাতে নিয়েছি। এটা শুরু। এরপরে অন্যরা এগিয়ে আসবে প্রতিবাদে। আমি এখানে কয়েক ঘণ্টা ছোট একটি খাঁচায় আটকে আছি, তাতেই আমার যে কষ্ট হচ্ছে তাহলে একটা প্রাণীর ছোট্ট একটি খাঁচায় বছরের পর বছর বন্দী থাকতে কি কষ্ট হয় ঠিক সেটা অনুভব করছি।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।