ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপিত

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২

রাবি: যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন করা হয়েছে।

দিনটির শুরুতে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।



এসময় উপউপাচার্য প্রফেসর মুহাম্মদ নূরুল্লাহ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধু হল ও রাবি বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন হল, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পু®পমাল্য অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা শুরু হয়ে রাবি স্কুলে গিয়ে শেষ হয়।  

এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান।

রাবি স্কুল পরিচালনা পরিষদের সভাপতি রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর এন্তাজুল এম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ এ বি এ কমরুদ্দৌলা স্বাগত বক্তব্য রাখেন ও উপাধ্যক্ষ আলী আহসান ধন্যবাদ জ্ঞাপন করেন।

এতে স্কুলের শিক্ষার্থী ফারিয়া হক ভূঁইয়া ও কামারুন কেয়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা আবৃত্তি, নাচ ও দেশের গান পরিবেশন করে।

এদিকে, সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপাচার্য পত্মী মনোয়ারা সোবহান ও  উপউপাচার্য পত্মী  নার্গিস আফরোজ বানু এ প্রতিযোগিতায় পুরস্কার প্রদান করেন।

এছাড়াও, দিবসের অন্যান্য কর্মসূচির মধ্য ছিল বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
প্রতিবেদন: জনাব আলী, সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।