ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফল প্রকাশের দাবিতে জবির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

ঢাকা: দ্রুত ফল প্রকাশের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ছাত্রছাত্রীরা তাদের বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

পরে দুপুর পৌনে ১২টার দিকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেজাউল করিম ১ সপ্তাহের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলে তারা কর্মসূচি তুলে নেন।

শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, ২০০৫-০৬ ব্যাচের চতুর্থ বর্ষের ২য় সেমিস্টার লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের সেপ্টম্বর মাসে।

এরপর তাদের ফিল্ডওয়ার্ক ও ভাইভা পরীক্ষা নেওয়া হয় আরও ৩ মাস পর।

সে অজুহাতে বিভাগ ফল প্রকাশে বিলম্ব করায় শিক্ষার্থীরা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিতে পারছেন না।

এ পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের শান্ত রাখার জন্য ফল প্রকাশ না করেই মার্স্টাসের ক্লাস শুরু করা হয়।

তাই শিক্ষার্থীরা মার্স্টাসের ক্লাস বর্জন করে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় অবস্থান কর্মসূচি করেছেন।

এ বিষয়ে অধ্যাপক রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ‘ফিল্ড ওয়ার্ক ও লিখিত পরীক্ষা শেষ করতে বিলম্ব হওয়ায় ফল প্রকাশে সময় লাগছে। তবে আগামী সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘন্টা, মার্চ ১৯, ২০১২

মোর্শেদ
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।