ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

উপ-নির্বাচন

ছয় আসনের বিজয়ীদের নিয়ে গেজেট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
ছয় আসনের বিজয়ীদের নিয়ে গেজেট প্রকাশ

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত ছয়টি আসনের উপ-নির্বাচনে বিজয়ীদের নিয়ে গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ইসি সচিব মো. জাহাংগীর আলমের সই করা গেজেটটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঠাকুরগাঁও- ৩ আসনে নির্বাচিত প্রার্থী নাম হাফিজ উদ্দিন আহম্মেদ, পিতা মৃত আব্দুল বাকী আহম্মেদ, মাতা মৃত আনোয়ারা হাজিমন নেছা বাকী, গ্রাম রঘুনাথপুর, ডাকঘর পীরগঞ্জ ও জেলা ঠাকুরগাঁও।

বগুড়া-৪ আসনে নির্বাচিত হয়েছেন একেএম রেজাউল করিম তানসেন, পিতা মৃত ডা. মজিবর রহমান, মাতা  জোবেদা বেগম, ঠিকানা-দলগাছা, নন্দীগ্রাম, বগুড়া।

বগুড়া-৫ আসনে নির্বাচিত হয়েছেন রাগেবুল হাসান রিপু, পিতা মরহুম ওয়াজেদ আলী তালুকদার, মাতা বদরুন নাহার কাজলী, সাং শিববাট কলেজ রোড, ডাকঘর বগুড়া, বগুড়া সদর।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়েছেন মু. জিয়াউর রহমান, পিতা মৃত রিয়াজ উদ্দিন আহমেদ, মাতা নুরজাহান বেগম, মহল্লা শেখ পাড়া, ডাকঘর রহনপুর,উপজেলা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল ওদুদ, পিতা আব্দুল লতিফ বি., মাতা জেবুন নেসা, গ্রাম মহারাজপুর মিয়াপাড়া (রানীহাটি), ডাকঘর মহারাজপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার ভূঞা, পিতা মুকসুদ আলী ভূঞা, মাতা রহিমা খাতুন, গ্রাম বড়বাড়ী (পরমানন্দপুর), ডাকঘর আরুয়াইল, উপজেলা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

গত ১ ফেব্রুয়ারি ওই ছয়টি আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-৪ ও ৫ আসনের নির্বাচনে অংশ নিয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম টক অব দি কান্ট্রিতে পরিণত হন। এছাড়া অল্প ভোটের ব্যবধানে বগুড়া-৪ আসন থেকে হেরে নানামুখী আলোচনার জন্ম দেন।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠান বলে জানানো হয়। এরপর প্রথমে ছয়জন ও পরে একজন স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।  

স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এর ভিত্তিতে ইসি ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল দেয়। একটি সংরক্ষিত আসন বিধায় সেটির নির্বাচন নিয়ে পরে সিদ্ধান্ত দেবে সংস্থাটি।

এদিকে পদত্যাগ করার পর বিএনপি বহিষ্কৃত নেতা আবদুস সাত্তার ভূঞা স্বতন্ত্র থেকে নির্বাচন করে ফের ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হন। নতুন করে নির্বাচিতদের মেয়াদ হবে এক বছরের কম। কেননা, আগামী জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচিতদের গেজেট দেখতে ক্লিক করুন 

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩

ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ