ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিমলায় ৩ ইউপিতে ভোট ১৭ জুলাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ১, ২০২৩
ডিমলায় ৩ ইউপিতে ভোট ১৭ জুলাই

নীলফামারী: আগামী ১৭ জুলাই নীলফামারীর ডিমলা উপজেলায় তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

উপজেলার ৫ নম্বর গয়াবাড়ী ইউনিয়ন, ৯ নম্বর টেপা খড়িবাড়ী ইউনিয়ন ও ৪ নম্বর খগা খড়িবাড়ী ইউনিয়নের নাম তালিকায় প্রকাশ করে ইসি।

 

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। ইউনিয়ন পরিষদগুলোতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫৭টি ইউপির মধ্যে ২৯টিতে সাধারণ নির্বাচন হবে। উপ-নির্বাচন হবে অন্য ২৮টিতে। এই ২৮টির মধ্যে ৮টিতে চেয়ারম্যান ও ২০টিতে সদস্য পদে ভোটগ্রহণ হবে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।