ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিটি নির্বাচন: খুলনায় আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
সিটি নির্বাচন: খুলনায় আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন আ. লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনের আর মাত্র দুইদিন বাকি। আগামী সোমবার (১২ জুন) দেশের তৃতীয় বৃহৎ এ সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১০ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। এরপর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে, শেষ মুহূর্তে জমে ওঠে প্রার্থীদের প্রচারণা।

ভোটগ্রহণ শুরুর প্রায় ৩২ ঘণ্টা পূর্বে সিটি করপোরেশন নির্বাচনের প্রচার বন্ধ করতে হয়। খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ১২ জুন সকাল ৮টায়। এ হিসেবে শনিবার রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, শনিবার মধ্যরাত থেকে খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। ১২ জুন ৩ হাজার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কেসিসি নির্বাচনের মেয়র পদে পাঁচজন প্রার্থী হয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ড রয়েছে। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১০টি। ১৩ ও ২৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন বিজয়ী হয়েছেন। ২৯টি ওয়ার্ডে শুধু কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৫ জন।

এবারের সিটি নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

আগামী ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোটকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।