ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটারদের আশ্বস্ত করতে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর টহল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ভোটারদের আশ্বস্ত করতে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর টহল 

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এবং ভোটারদের উপস্থিতি বাড়াতে নগরে টহল পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভোটারদের ভীতি কাটাতে রোববার (১১ জুন) দুপুরে নগরে এই টহল চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, তার নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম থেকে টহল শুরু করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  

তিনি আরও জানান, বিজিবি, মহানগর পুলিশ, জেলা পুলিশ, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাবের দল টহলে অংশ নেয়।

পুলিশ কমিশনার টহলের আগে সাংবাদিকদের বলেন, আমি বারবার বলেছি, আমরা শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনারা আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি।

তিনি বলেন, কারো মনে যেন ভীতি তৈরি না হয়। ভোটারদের বোঝাতে চাই, আমরা সব বাহিনী এখানে রয়েছি। তাই সবাইকে নিয়ে টহল করছি।

মহানগরের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত বলেন, টহল দল আউটার স্টেডিয়াম থেকে শুরু করে নগরের আমতলা মোড় হয়ে কাশিপুর ঘুরে বিএম কলেজ সড়কে আসে। সেখান থেকে সদর রোড হয়ে স্টেডিয়ামে ফিরে আসে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।