ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উজবেকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসি সচিব জাহাংগীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
উজবেকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসি সচিব জাহাংগীর

ঢাকা: উজবেকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশাটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।  

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে বুধবার (২১ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ নুরুল আলমের পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ জুলাই অনুষ্ঠেয় উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির সচিব মো. জাহাংগীর আলমকে নির্বাচিত করা হয়েছে। আগামী ৬ জুলাই তিনি এই উদ্দেশ্যে দেশ ছাড়বেন আর ফিরবেন ১২  জুলাইয়ের দিকে। তার সঙ্গে যাবেন সচিবের একান্ত সচিব একেএম সাইফুল আলম।

এই সফরের থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে উজবেকিস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ইইউডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।