ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

হিরো আলমের মার্কা একতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
হিরো আলমের মার্কা একতারা

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে এবার একতারা প্রতীক নিয়ে নৌকার প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। এছাড়া অন্য ছয় প্রার্থীও প্রতীক পাওয়ায় এখন প্রচারে নামবেন।

সোমবার (২৬ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল),  তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবেন।

প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি একতারা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম। এ প্রতীকই বরাদ্দ পেয়েছি। আমার কোনো অভিযোগ নেই। এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা।

আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ইইউডি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।