ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিবেশ অনুকূল থাকুক বা প্রতিকূল থাকুক স্পষ্ট বলতে চাই, নির্বাচন যথাসময়ে হবে। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ইসির হাতে কোনো অপশন (বিকল্প) নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে।

তিনি বলেন, দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের (জোট) মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখনো প্রত্যাশা করবো সব দল অংশ নেবে। প্রতিকূল হলে হবে না, তা নয়। নির্বাচন যথাসময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।  

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপে। উনি (পিটার হাস) বলেছেন, বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলো যেন সংলাপে বসে, এখনো সেই আহ্বান করবেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।