ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার নির্দেশ সিইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার নির্দেশ সিইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা: ভোটার ত্রুটি থাকলে তা দূর করে নির্ভুল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে মৌখিক নির্দেশনার পর তা ইতোমধ্যে লিখিত আকারেও দিয়েছেন তিনি।

সিইসি বলেছেন, ভোটার তালিকার বিদ্যমান ত্রুটি দুর করে ও ভোটারযোগ্য সকল নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করতে হবে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। এজন্য সকলকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে জাতির প্রত্যাশা অনুযায়ী কাজ করে নির্বাচন কমিশনের আস্থার সংকট দূর করতে হবে। নির্বাচন কমিশনকে শ্রদ্ধার আসনে বসাতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, কমিশনের কর্মকর্তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তা সম্ভব হবে। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।  

এজন্য নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অমূল্য অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।  

মাঠ কর্মকর্তাদের প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারা ভালো নির্বাচনও দেখেছেন, খারাপ নির্বাচনও দেখেছেন। ভালোর অভিজ্ঞতাকে গ্রহণ করবেন, খারাপ অভিজ্ঞতাকে পরিহার করবেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কমিশন সিদ্ধান্ত দেবে, কিন্তু তার বাস্তবায়ন করতে হবে নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তাদের।  

তিনি আরও বলেন, সেবাগ্রহীতার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সেবা সহজীকরণের সুবিধার্থে নির্বাচন কমিশনের আওতাধীন দপ্তর প্রধানদের সপ্তাহে একদিন ওপেন ডে-এর ব্যবস্থা করতে হবে। এতে দপ্তর প্রধানরা কার্যালয়ের প্রবেশদ্বারে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেবাগ্রহীতার বক্তব্য শুনতে পারেন এবং সেবা দান বিষয়ে কোনো অসংগতি নজরে পড়লে তা দূর করার ব্যবস্থা করবেন। সকল দপ্তরে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে। অভিযোগ বক্সে প্রাপ্ত অভিযোগ নিয়মিত যাচাই করে ব্যবস্থা নিতে হবে।  

সকলকে তার কর্মসম্পাদনের ক্ষেত্রে বিবেক ও আইন-কানুনের কাছে দায়বদ্ধ থাকার আহ্বান জানান সিইসি এএমএম নাসির উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।