ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি প্রত্যাহার

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগে নেওয়া হচ্ছে। সেখানে দেওয়া হচ্ছে স্থানীয় সরকার বিভাগেরই এক উপ-পরিচালককে।

সোমবার (১১ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।  

তারা বলছেন, রোববার (১০ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিলে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব পাঠায়। কমিশন এতে সম্মতিও দেয়।

ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই সম্মতি পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে এবং স্থানীয় সরকার বিভাগের কিশোরগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।