ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জের ৩৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
কিশোরগঞ্জের ৩৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

কিশোরগঞ্জ: জেলার ৬টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন-

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর উপজেলা) আসন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম (ঈগল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোবারক হোসেন (ডাব), জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল হাই (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো. আশরাফ উদ্দিন (মিনার),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল আউয়াল (ছড়ি) ও ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির মো. আনোয়ারুল কিবরিয়া (আম)।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা) আসন: আওয়ামী লীগ মনোনীত আবদুল কাহার আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আলেয়া (আম), গণফ্রন্টের মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (মাছ) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মো. বিল্লাল হোসেন (টেলিভিশন)।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল উপজেলা) আসন: জাতীয় পার্টি মনোনীত অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু (লাঙ্গল), স্বতন্ত্র মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা (কেটলি), ইসলামী ঐক্যজোটের ওমর ফারুক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), স্বতন্ত্র মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি) ও স্বতন্ত্র রুবেল মিয়া (ট্রাক)।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) আসন: আওয়ামী লীগ মনোনীত রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আ. মজিদ (ডাব), কৃষক শ্রমিক জনতা লীগের মো. শরীফুল আহসান (গামছা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো. জয়নাল আবদিন (আম), জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খাঁন (মোমবাতি)।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর উপজেলা) আসন: আওয়ামী লীগ মনোনীত মো. আফজাল হোসেন (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইমদাদুল হক (মোমবাতি), তৃণমূল বিএনপির মো. সোহরাব হোসেন (সোনালি আঁশ), জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল (ঈগল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রবিন মিঞা (ছড়ি)।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর উপজেলা) আসন: আওয়ামী লীগ মনোনীত নাজমুল হাসান পাপন (নৌকা), স্বতন্ত্র মোহাম্মদ আব্দুছ ছাত্তার (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির প্রার্থী হেলাল উদ্দিন (একতারা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন (মোমবাতি), জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আয়ুব হোসেন (ছড়ি)।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।