ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশ সৃষ্টির দায়িত্ব ইসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশ সৃষ্টির দায়িত্ব ইসির

মাগুরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেন, নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশন ও দায়িত্ব প্রাপ্ত প্রশাসনের।

 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মাগুরা রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।  

কোনো প্রকার ভয় ভীতি ছাড়া ভোটকেন্দ্রে আসতে পারবে ভোটাররা। তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এর আগে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার রিটার্নিং কর্মকর্তা-সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.)।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।