ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শিবগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে ফের আগুন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
শিবগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে ফের আগুন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার নির্বাচনী অফিসে ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নির্বাচনী অফিসের মালামাল পুড়ে গেছে।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জানুয়ারি) নৌকা মার্কার শিবগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক তোহিদুল আলম টিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে শিকারপুরের নির্বাচনী অফিসের ব্যানার, পোস্টার, টেবিলক্লথ ও অফিসের সামিয়ানা পুড়ে গেছে। ঘটনাটি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচনী অফিসটি পুড়িয়ে ফেলার আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগে নৌকার প্রার্থী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির আরও চারটি নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের তিনটি নির্বাচনী অফিস পুড়িয়েছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।