ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিয়ে আপ্লুত নতুন ভোটার ইসরাত

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট দিয়ে আপ্লুত নতুন ভোটার ইসরাত ভোট দিয়ে আঙুলে দেওয়া অমুছনীয় কালি দেখাচ্ছেন ইসরাত। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ‘সারারাত অপেক্ষায় ছিলাম কখন ভোর হবে, কখন ভোট শুরু হবে। ছটফট করেই রাতটা পার করলাম।

সকাল হতেই তাড়াহুড়া করে পরিবার নিয়ে চলে এলাম ভোট দিতে’। প্রথমবার ভোট দিয়ে এভাবে তার অনুভূতির কথা জানাচ্ছিলেন ইসরাত।

রোববার (৭ জানুয়ারি) ঢাকা-৫ আসনের দনিয়া এ কে উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি।

ইসরাত বাংলানিউজকে বলেন, ছোটবেলায় আমি বড় ভাই-বোন ও পরিবারের লোকজনদের সঙ্গে ভোটকেন্দ্রে যেতাম।  তখন খুব আফসোস করতাম, কবে আমিও তাদের মতো করে ভোট দিতে পারবো। আজ আমি অনেক খুশি, প্রথমবারের মতো ভোট দিতে পেরে। ভোটকেন্দ্রের পরিবেশও খুব ভালো ছিল। কোনো ধরনের হট্টগোল ছিল না।  আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
 



এদিকে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে রিকশায় চড়ে ভোট দিতে কেন্দ্রে আসেন জুলহাস নামের এক প্রতিবন্ধী।

তিনি বাংলানিউজকে বলেন, পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি নিজেকে প্রতিবন্ধী ভেবে ভোট না দিই তাহলে নিজের কাছে ছোট হয়ে থাকবো। তাই কষ্ট করে এসে ভোট দিয়ে গেলাম। আমি কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা স্থানীয়ভাবে ফল প্রকাশ করবেন এবং নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।