ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শপথের সম্মান রাখতে চাই: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
শপথের সম্মান রাখতে চাই: সিইসি

ঢাকা: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন বলেছেন, শপথ যেটি নিয়েছি সেটির সম্মান রাখতে চাই। এটাকে সমুন্নত রাখতে চাই।

তিনি আরও বলেন, আগে যারা শপথ নিয়েছে তারা শপথ ভঙ্গ করেছে। এবার আর শপথ ভঙ্গ হবে না। আমি এ দায়িত্বকে জীবনের একটি বড় অপরচুনিটি হিসেবে মনে করছি।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা একটি ফ্রি ফেয়ার ভোটের জন্য অনেক সংগ্রাম করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছেন। আমি তাদের একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি আমি সেটা উপহার দিতে পারব। আমাদের যারা নতুন কমিশনার হয়েছেন তাদের সবাইকে নিয়ে একটি ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।

আর এটি বাস্তবায়ন করতে দেশের সবার সহযোগিতা দরকার। দেশের জনগণ, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: শপথ নিলেন নতুন সিইসি ও নির্বাচন কমিশনাররা

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
টিএ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।