ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিপুল ব্যবধানে এগিয়ে সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বিপুল ব্যবধানে এগিয়ে সাকিব

মাগুরা: মাগুরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৬০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৮৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস-এর ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন দুই হাজার ৪৩৩ ভোট। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ৯১ হাজার ৯২৩।  

রোববার (৭ জানুয়ারি) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।  

মাগুরা-১ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫২টি। মোট ভোটার চার লাখ ৪৮৭ জন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।