ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়া-৬ আসনে জয়ী রাগেবুল আহসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বগুড়া-৬ আসনে জয়ী রাগেবুল আহসান

বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।  

১৪৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬টি ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ২২ হাজার ৮৪০টি ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ নিয়ে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে এখনও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

বগুড়া-৬ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ পেয়েছেন ১০ হাজার ১৭৯ ভোট, জাতীয় পার্টির আজিজ আহম্মেদ ৮৬২ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির শহিদুল ইসলাম ৩৭১ ভোট।

বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, বগুড়া-৬ আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।