ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধা-১ আসনে শামীম হায়দারকে হারিয়ে জয়ী নিগার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
গাইবান্ধা-১ আসনে শামীম হায়দারকে হারিয়ে জয়ী নিগার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও আব্দুল্লাহ নাহিদ নিগার

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী দুই বারের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে হারিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।

ঢেঁকি প্রতীকে নিগার পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট।

লাঙ্গল প্রতীকে শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর মেয়ে। তিনি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (প্রস্তাবিত) সদস্য।

নাহিদ নিগার এই আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ভাগ্নী।  

জোটগত সিদ্ধান্তে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয় গাইবান্ধা-১ আসন। এ কারণে নৌকার মনোনয়ন পেয়েও প্রার্থিতা প্রত্যাহার করতে হয় আফরুজা বারীকে।  

তবে তিনি মনোনয়ন প্রত্যাহার করলেও আফরুজার মেয়ে নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।  

নাহিদ নিগারসহ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ প্রার্থী। এর মধ্যে জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টিসহ দলীয় প্রার্থী ছয় জন, বাকি চার জন স্বতন্ত্র প্রার্থী।

আসনটিতে ১১৪টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ৪৬০ জন। রোববার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণে শেষ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ২০১৭ সালের উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও লাঙ্গল প্রতীকে এমপি নির্বাচিত হন তিনি।

বাংলাদেশ সময়: ২১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।