ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে জয়ী রাশেদ খান মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে জয়ী রাশেদ খান মেনন

বরিশাল: বরিশাল-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন।

রোববার (৭ জানুয়ারি) দিনভর ভোট শেষে রাত সাড়ে ১০টায় এ আসনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করেন রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

মেনন ৯০ হাজার ৭৭৮ ভোটের ব্যবধানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিটানিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী মেনন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

বরিশাল-২ আসনে ১৩৬ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট পড়ার হার মাত্র ৪৩.৯৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।