ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-৭ আসনে নৌকার সোলায়মান সেলিম বিজয়ী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-৭ আসনে নৌকার সোলায়মান সেলিম বিজয়ী

ঢাকা: ঢাকা-৭ আসনে নৌকার প্রার্থী সোলায়মান সেলিম বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

সোলায়মান ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন সাত হাজার ৩০৮ ভোট পেয়েছেন।  

এছাড়া, এই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরজাহান বেগম ২৮১, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী ৬১৮, ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা ৪২৯, জাসদের ইদ্রিস বেপারী ২৯৭ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোট পড়েছে ৭৪ হাজার ৩২২টি। বৈধ ভোট ৭২ হাজার ৭৫০টি। ভোটের হার ২১ দশমিক ৬৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমকে/এসসি/টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।