ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজবাড়ীতে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুবদল নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যুবদল নেতা

রাজবাড়ী: আসন্ন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নেকবর হোসেন মনি। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

দলের সিদ্ধান্ত অমান্য করে এতোদূর এলেও শেষ পর্যন্ত ভোটের মাঠ ছেড়েছেন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।  

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মোহাম্মদ নেকবর হোসেন মনি বলেন, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে প্রহসনমূলক নির্বাচন করে বার বার জাতির সঙ্গে প্রতারণা করছে। আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। আমি ছাত্রজীবন থেকে জিয়ার আদর্শকে বুকে ধারণ করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের অগণিত নেতাকর্মী ও সমর্থকের অনুরোধে এলাকার উন্নয়নে প্রতিনিধিত্ব করার চিন্তা মাথায় রেখে আমি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। কিন্তু বিএনপি মনে করে আমরা সুষ্ঠু, নির্দলীয় নিরপেক্ষ যে নির্বাচনের জন্য সংগ্রাম করছি, সেই কাঙ্ক্ষিত পরিবেশ ও পরিস্থিতি আজও অর্জিত হয়নি। আর সে কারণে এ সরকারের অধীনে যে কোনো নির্বাচনে অংশ নেওয়া আত্মহত্যারই শামিল। তাই আমিও দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শন করে আজ আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।  

দেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করে, নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারব- রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার মো. আলমগীরের দেওয়া এ বক্তব্যের সমালোচনা করে মনি বলেন, এ দেশের মানুষ নির্বাচনের প্রতি আস্থা আনেনি বরং তারা নির্বাচন বিমুখ হয়েছে। কারণ এ দেশের নির্বাচন কমিশন সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, বর্তমান যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সদস্য আব্দুল মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।