ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধোবাউড়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ৮, ২০২৪
ধোবাউড়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার 

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।  

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এর আগে ওই কেন্দ্র পরিদর্শন করতে যান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান নির্বাচনী বিধি ভঙ্গ করে মোবাইল ফোন ব্যবহার করা এবং কক্ষ থেকে বার বার বের হয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এ সময় জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন, ধোবাউড়া থানার ওসি চাঁন মিয়া উপস্থিত ছিলেন।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. গোলাম আজম সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

প্রত্যাহার হওয়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান উপজেলার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।