ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীছড়িতে ৪ ব্যালট বক্স ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ৮, ২০২৪
লক্ষ্মীছড়িতে ৪ ব্যালট বক্স ছিনতাই

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুইটি কেন্দ্রের ভোট স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ভোট প্রদানে প্রভাব বিস্তার ও অনিয়ম করায় যতীন্দ্র কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চারটি ব্যালট বাক্স ছিনতাই করায় দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটও স্থগিত করা হয়েছে।

বুধবার (০৮ মে) দুপুরে উপজেলার যতীন্দ্র কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত করা হয়।

রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এছাড়া জেলার অপর তিন উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।