ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডোমারে ফলাফল ঘোষণার সময় কেন্দ্র ভাঙচুর, থমথমে পরিস্থিতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, মে ৯, ২০২৪
ডোমারে ফলাফল ঘোষণার সময় কেন্দ্র ভাঙচুর, থমথমে পরিস্থিতি

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

বুধবার (৮ মে) ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার সময় এ ঘটনা ঘটে।

বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ডোমারে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার সময় বিজয়ী প্রার্থীর সমর্থক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ফলাফল ঘোষণার স্থান উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্র ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।  

ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আক্তার সুমি। তিনি টেলিফোন প্রতীকে ৩৯ হাজার ৩২৫ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন)।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ২৬০ ভোট।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, মে ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।