ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাত পৌরসভায় বিভিন্ন পদে ভোট বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
সাত পৌরসভায় বিভিন্ন পদে ভোট বুধবার

ঢাকা: দেশের সাতটি পৌরসভায় বিভিন্ন পদে বুধবার (২৬ জুন) নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ নির্বাচন, বরিশালের গৌরনদী ও পাবনার ভাঙ্গুরায় মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া রাজবাড়ীর পাংশা, জয়পুরহাটের ক্ষেতলাল, জামালপুরের মেলান্দহ ও শেরপুরের নকলা পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হবে।

ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাচন অপরাধ আমলে নিয়ে বিভিন্ন সাজা দিতে নিয়োজিত করা হয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট।

এদিকে ভোটের সার্বিক পরিস্থিতি নজরদারি করতে গঠন করা হয়েছে আন্তঃমন্ত্রণালয় মনিটরিং সেল।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।