ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসির আইন শাখার উপসচিব মাসউদুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
ইসির আইন শাখার উপসচিব মাসউদুর রহমান

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপসচিব হয়ে এলেন অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ মাসউদুর রহমান।

মঙ্গলবার (০১ অক্টোবর) তিনি ইসি সচিব শফিউল আজিমের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন।

এতে তিনি উল্লেখ করেছেন, আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ৮ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) পদে যোগদান করতে ইচ্ছুক।

নির্বাচন কমিশনে জুড়িশিয়াল ক্যাডার থেকে আইন শাখার উপসচিব ও যুগ্ম সচিব নিয়োগ দেওয়া হয়ে থাকে। সংসদ নির্বাচনের পর এই দু’টি পদেই পরিবর্তন আনা হলো।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।