ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি সংশোধন: হুটহাট আবেদন বাতিল নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এনআইডি সংশোধন: হুটহাট আবেদন বাতিল নয়

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের হুটহাট সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আবেদনকারীকে তথ্য বা দলিলাদি দাখিলের সময় দিতে বলা হয়েছে।

 

ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের বরাবর পাঠিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এরপর লিখিত নির্দেশনায় এনআইডি মহাপরিচালক বলেন, ‘গ’ ক্যাটাগরির আবেদন (অধিক জটিল আবেদন) সংখ্যা বাড়ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চেষ্টা করছেন ‘গ’ ক্যাটাগরি কমিয়ে আনার।  

তিনি আরও বলেন, সংশোধনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব সহকারে সেবা দেওয়া নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শুধুমাত্র আবেদন নিষ্পত্তিতে প্রয়োজনে আবেদনকারীকে অধিকতর দলিলাদি দাখিলের সময় দিয়ে এবং তদন্ত করে আবেদন আন্তরিকভাবে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হবে।  

এদিকে ইসি সচিব শফিউল আজিম এক নির্দেশনায় কর্মকর্তাদের বলেন, সব কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা শিথিলতা বরদাশত করা হবে না।  

তিনি বলেন, বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায় বিভিন্ন ধরনের সংশোধনের অনিষ্পন্ন আবেদন নিষ্পন্ন করার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি কার্যালয়ের অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে জনসেবাবান্ধব করতে হবে।

এ ছাড়া নতুন ভোটার, জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রদর্শন এবং প্রচারের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় প্রেসক্লাবসহ অন্যান্য গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

এদিকে এনআইডি সেবাকে সহজ করতে জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে এসব কার্যালয়ে সেবা দেয়া নিশ্চিত করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনিটরিং, ভালো কাজের প্রশংসার কথাও বলেন ইসি সচিব।

সম্প্রতি মাঠ পর্যায়ের সঙ্গে ইসি সচিবের ধারাবাহিক বৈঠকে উঠে এসেছে- সারা দেশে তিন লাখ ৭৭ হাজার ২২২টির মতো আবেদন কর্মকর্তাদের টেবিলে ঝুলে আছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে ‘গ’ ক্যাটাগরির। এতে মোট এক লাখ ৬৩ হাজার ৬৪৯টি আবেদন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ইইউডি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।