ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রশিক্ষণ ও ভাতা চান পর্যবেক্ষকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
প্রশিক্ষণ ও ভাতা চান পর্যবেক্ষকরা

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত পর্যবেক্ষকরা সাধারণ প্রশিক্ষণ চান। একই সঙ্গে ভোট পর্যবেক্ষণ ব্যয়ের অর্থ রাজস্ব খাত থেকে দেওয়ার কথাও বলছেন তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে তারা এমন প্রস্তাব করেছেন।

কমিশন সদস্য আব্দুল আলীম বৈঠক শেষে জানান, তারা নির্বাচন কমিশনের মাধ্যমে একটা জেনারেল প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন। এছাড়া যে ফান্ড সেটা রেভিনিউ ফান্ড (রাজস্ব খাত) থেকে দেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করেছে।

অন্যদিকে ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে নিরাপত্তার ব্যবস্থা করা, বিনা বাধায় হয়রানি ছাড়া যাতে ভোটকেন্দ্রে প্রবেশাধিকার পাওয়া যায় সে ব্যবস্থা করার কথাও বলেছেন পর্যবেক্ষকরা।

এছাড়া নির্বাচনের পরে যে প্রতিবেদনগুলো পর্যবেক্ষকরা জমা দেয় সেগুলো নির্বাচন কমিশন কাজে লাগায় না, সেগুলো যেন কাজে লাগানো হয়। কেন্দ্রে যেন সারা দিন থাকতে পারেন এসব বিষয়ও নিশ্চিত করার জন্য তারা বলেছেন।

আব্দুল আলীম আরও জানান, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি। পৃথিবীর অনেক দেশে নির্বাচন পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশনের চমৎকার সম্পর্ক থাকে। বাংলাদেশে এটা হয়নি। তারা পরামর্শ দিয়েছেন এটা যেন হয়।

এর আগে ফ্রি ইলেকশন মুভমেন্ট অ্যাসোসিয়েশন (ফেমা), ডেমোক্রেসি ওয়াচ, অধিকার, খান ফাউন্ডেশন, ব্রতী, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), কোস্ট ট্রাস্ট, বাংলাদেশ মানবাধিকার কমিশন, লাইট হাউস, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসস),মুভ ফাউন্ডেশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস), টিএমএসএস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- মানবাধিকার, ওয়েভ ফাউন্ডেশন, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), বিবি আছিয়া ফাউন্ডেশন, তৃণমূল উন্নয়ন সংস্থা, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস), বাঁচতে শেখা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন,ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পিপল-ডরপ এবং যুব উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল ইসি।

প্রতি সংসদ নির্বাচনের আগে পাঁচ বছর পরপর পর্যবেক্ষকদের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষকের সংখ্যা ৯৬টি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।