ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ’লীগ-বিএনপির সঙ্গে অক্টোবরে সংলাপে বসতে চায় ইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
আ’লীগ-বিএনপির সঙ্গে অক্টোবরে সংলাপে বসতে চায় ইসি

ঢাকা: ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির সঙ্গে অক্টোবরে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জনসংযোগ শাখার এক প্রস্তবনা থেকে জানা গেছে, অক্টোবরে এ পরিকল্পনায় বড় তিন দলের প্রথমে জাতীয় পার্টি, তারপর বিএনপি ও পরে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হতে পারে। এক্ষেত্রে ৯ অক্টোবর জাতীয় পার্টি, ১২ অক্টোবর বিএনপি ও ১৬ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সময় সূচি রয়েছে।

জনসংযোগ শাখার এ প্রস্তাবনা এ সপ্তাহের মধ্যেই কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে এ তারিখগুলোই চূড়ান্ত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।

ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২০টি দলের সঙ্গে সংলাপের সময় সূচি নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৭টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহে পর্যবেক্ষক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গেও সংলাপে বসার কর্মপরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
ইইউডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।