ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটের উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ভোটের উৎসব ২২ নম্বর ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র।ছবি: মাহফুজুল ইসলাম বকুল

রংপুর: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর হওয়ার পরপরই শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোর সামনে এসেছেন তুলনামূলক বয়োবৃদ্ধ ভোটাররা।  ঘড়ির কাঁটায় সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

২২ নম্বর ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের (পুরুষ) বাইরে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই কেন্দ্রে ভোট দিতে অাসা গণেশপুরের অাকবর অালী (৫৯) বলেন, রংপুরে কোনো গণ্ডগোল হবে না। দ্যাখেন না সবাই সকালেই অাসছে।

অারেক ভোটার ফকর অালী বলেন, ভালো ভোট হবে। কোনো সমস্যা নাই।

 ভালোই ভোট দিলাম। কোনো সমস্যা হবে না, বলেন ভোটার অাব্দুস সবুর।

এই কেন্দ্র ২ হাজার ২৬০ জন পুরুষ ভোটার রয়েছেন।  

সকাল ৮টার অাগেই ভ্রাম্যমাণ অাদালত টহল দিয়ে গেছে এই কেন্দ্রে। ভোটারের উপস্থিতি দেখে খুশি তারাও।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমঅাইএইচ/এসআই
 

**রসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।