ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে এক ভোটার ভোট দিচ্ছেন

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (১৩ মার্চ) সকাল  ৮টায় উপজেলার মোট ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
  
একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের তিন লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

১০৯টি কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রংপুর আঞ্চলিক অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, ভোটের মাঠের পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে রয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টাই অব্যাহত আছে।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান এ আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ। এতে এমপি পদটি শূন্য হওয়ায় উপনির্বাচন দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।