ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসি নির্বাচনে জাপা প্রার্থীর ১৫ দফা ইশতেহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
কেসিসি নির্বাচনে জাপা প্রার্থীর ১৫ দফা ইশতেহার কেসিসি নির্বাচনে জাপা প্রার্থীর ইশতেহার ঘোষণা, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক) মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে উল্লেখযোগ্য দফার মধ্যে রয়েছে- সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, পরিকল্পনা ও পরামর্শক কমিটি গঠন, সিটি করপোরেশনকে দুর্নীতি মুক্ত করা, মাদকাসক্তদের তাবলিগের সাথী করবো এবং প্রতিটি থানায় নিরাময় কেন্দ্র গড়ে তুলে ফ্রি চিকিৎসার মাধ্যমে মহানগরীকে মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া, মহানগরীর সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানি নিষ্কাশন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুইমিং পুল স্থাপন, নতুন আয়ের উৎস সৃষ্টি, শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা দেওয়া।

এসময় জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, এসএম আনিসুর রহমান, আসগর মো. সাব্বির, শাহজাহান আলী সাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।