ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ১৫, ২০১৮
খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যারা খুলনা সিটি কর্পোরেশন

খুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বেরসকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

নির্বাচিতরা হলেন:
১ নম্বর ওয়ার্ডে শেখ আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম, ৪ নম্বর ওয়ার্ডে কবির হোসেন মোল্লা কবু মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান ডালিম, ৯ নম্বর ওয়ার্ডে লিটন, ১০ নম্বর ওয়ার্ডে কাজী তালাত হোসেন কাউট।

১১ নম্বর ওয়ার্ডে মুন্সী আব্দুল ওয়াদুদ, ১২ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ১৩ নম্বর ওয়ার্ডে খুরশিদ আহমেদ টোনা, ১৪ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান হাফিজ, ১৮ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান মনি, ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাকন, ২০ নম্বর ওয়ার্ডে গাউসুল আজম।

২১ নম্বর ওয়ার্ডে শেখ সামুছুদ্দিন মিয়া স্বপন, ২২ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বর ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু, ২৫ নম্বর ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬ নম্বর ওয়ার্ডে গোলাম মওলা শানু, ২৭ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন, ২৮ নম্বর ওয়ার্ডে আজমল আহমেদ তপন, ২৯ নম্বর ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে এসএম মোজাফ্ফর রশিদী রেজা এবং ৩১ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।