ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রব-মান্নানের মনোনয়নপত্র বৈধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
রব-মান্নানের মনোনয়নপত্র বৈধ

লক্ষ্মীপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দুই হেভিওয়েট প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব ও মহাজোটের শরিক বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন।

এদের মধ্যে আ স ম রব, মেজর (অব.) মান্নান ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহসহ আটজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।