ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ডেপুটি স্পিকার ভোট দিচ্ছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে সাঘাটা উপজেলার গটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে ডেপুটি স্পিকার বাংলানিউজকে বলেন, গাইবান্ধাসহ সারাদেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে।

ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সবরকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি আরও বলেন, সাঘাটা-ফুলছড়ি নৌকার ঘাটি। আমরা আশা করছি এ আসনে  নৌকা বিপুল ভোটে জয় পাবে।

বাংলাদেশ সময়:১২২৩ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।