ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট না দিয়ে ফিরে এলেন মির্জা আব্বাস-আফরোজা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট না দিয়ে ফিরে এলেন মির্জা আব্বাস-আফরোজা  মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ভোট দিতে গিয়ে কেন্দ্র থেকে ফিরে এসেছেন। একই সময় ঢাকা-৯ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী তার স্ত্রী আফরোজা আব্বাসও ভোট দেননি।

রোববার (৩০ ডিসেম্বর) পৌনে ১২টার দিকে শাহজাহানপুর মির্জা আব্বাস সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়েও বের হয়ে আসেন তিনি।

বাইরে এসে সাংবাদিকদের বলেন, এখানে সাধারণ জনগণ ভোট দিতে পারছে না।

ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম চলছে। এর প্রতিবাদে আমি আমার ভোট দেইনি।

এসময় সঙ্গে ছিলেন, তার স্ত্রী মহিলা দলের সভাপতি ও ঢাকা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস। তারা দু’জনেই ভোট দেননি।
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।