ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শরীয়তপুরের তিনটি আসনে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
শরীয়তপুরের তিনটি আসনে নৌকার জয়

শরীয়তপুর: বিপুল ভোটের ব্যবধানে শরীয়তপুরের তিনটি আসনে নৌকার জয় হয়েছে। 

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ইকবাল হোসেন অপু নৌকা প্রতীকে ২ লাখ ৭২ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তোফায়েল আহমেদ হাতপাখায় পেয়েছেন ১ হাজার ৪২৭ ভোট।

এছাড়া বিএনপি প্রার্থী সরদার একেএম নাসির উদ্দিন ধানের শীষ প্রতীকে ১ হাজার ৫৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এ আসনে কেন্দ্রের সংখ্যা ১১৮টি। ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৯ জন।  

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীম ২ লাখ ৭২ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী মো. শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২১৫ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা শওকত আলী হাতপাখায় ১ হাজার ৩১৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এ আসনে কেন্দ্রের সংখ্যা ১৩২টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩৪৩ জন।

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে আওয়ামী লীগ প্রার্থী নাহিম রাজ্জাক ২ লাখ ৭২ হাজার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হানিফ মিয়া হাতপাখা মার্কায় পেয়েছেন ২ হাজার ৭৪৬ ভোট।

এছাড়া বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দীন আহমেদ অপু ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৬৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এ আসনে কেন্দ্রের সংখ্যা ১০০টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২৯৫ জন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।