সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) বিকেলে ইসি সচিবালয় আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটা কাজ।
সিইসি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। সেখান থেকে শীতের হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে আমাদের কাছে এখানে চলে এসেছে। কী আসেনি? এসেছে?’
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উত্তর, ‘হ্যাঁ’।
উপস্থিতির উদ্দেশে সিইসির পুনরায় প্রশ্ন- ‘সেটা কেমন করে হলো? পৃথিবীর কোনো দেশ, কোনো সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে?’
উপস্থিতির সমস্বরে উত্তর- ‘না’।
কেএম নূরুল হুদা ব্যাখা দিয়ে তখন বলেন, ‘কারণ, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সবার সাফল্য। ’
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের প্রসংশা করে সিইসি আরো বলেন, ‘ইলেকশন কমিশনের সুযোগ্য সচিব, দক্ষ সচিব, সিক্ত সচিব, যার দক্ষ নেতৃত্বে এতো বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন হলো। ’
এ সময় চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
ইইউডি/এসএইচ