ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ২০১৪ সালের চতুর্থ উপজেলার মতো এবারও ধাপে ধাপে ভোটগ্রহণ করবে সংস্থাটি।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বাংলানিউজকে বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা এবং এপ্রিল এইচএসসি পরীক্ষা থাকার কারণে ২০২০ সালের জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারিতে তফসিল দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর ভোটগ্রহণ শুরু হবে মার্চে।

এ নির্বাচনেও সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

** নির্বাচনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে ইসি

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১৭(১)(গ) ধারা অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার তারিখের আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

পরিষদের প্রথম বৈঠক (সভা) থেকে মেয়াদ শুরু হয়। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই বছরের জুন-জুলাইয়ে সবমিলিয়ে সাত ধাপে প্রায় ৪৮৬টি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছিল। ওই বছরের ভিন্ন ভিন্ন সময়ে উপজেলা পরিষদগুলোতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফলে ইতোমধ্যে অর্ধেকের বেশি উপজেলা পরিষদ ভোটগ্রহণের উপযোগী হয়েছে।

এ জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কোনো উপজেলার মেয়াদ কবে শেষ হবে, তা জানাতে বলেছে নির্বাচন কমিশন। জেলা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান।
 
১৯৮৫ সালে বাংলাদেশে প্রথমবার, ১৯৯০ সালে দ্বিতীয়বার ও ২০০৯ সালে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
ইইউডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।