সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে সোমবার (১১ ফেব্রুয়ারি) তিনি এমন প্রতিশ্রুতি দেন।
রাঙ্গা বলেন, আমরা প্রার্থী মনোনয়নে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি।
তিনি বলেন, বর্তমান পার্লামেন্ট একটি রিচ পার্লামেন্ট। এখানে হুসেইন মুহম্মদ এরশাদ আছেন। রওশন এরশাদ আছেন, আমাদের ২২ জন রয়েছেন সেখানে। সংরক্ষিত নারী সদস্যও চারজন থাকবেন। এই সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন।
রাঙ্গা বলেন, সংসদ অধিবেশনে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো। গালিগালাজ করবো না। ফাইল ছোড়াছুড়ি করবো না।
এরইমধ্যে আমরা সরকারের মন্ত্রীদের ভুল ধরিয়ে দিয়ে বক্তব্য রাখছি। পয়েন্ট অব অর্ডারে সাক্ষ্য তুলে ধরে কথা বলছি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ইইউডি/জেডএস