বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চিরকুমার চিত্তরঞ্জন মণ্ডল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পাইকগাছা মৎস্য কর্মকর্তা ও লতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার পবিত্র কুমার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
তিনি বাংলানিউজকে বলেন, আনারস প্রতীকে ৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেবী রানি বিশ্বাস পেয়েছেন ১ হাজার ৭৪৬ ভোট।
লতা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিবাকর বিশ্বাসের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমআরএম/এএটি