ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনাটি বাস্তবায়নে ইতিমধ্যে নৌ-সচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে—আগামী ৯ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ১০ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত বেবি ট্যাক্সি, অটোরিকশা, ইজি বাইক, জিপ, বাস, ট্যাক্সি ক্যাব, পিক আপ, ট্রাক, মাইক্রোবাস, কার, টেম্পো, লঞ্চ, ইঞ্জিন চালিত সব ধরনের নৌ যান ও স্পিড বোট একদিনের জন্য বন্ধ থাকবে।
আর ভোটগ্রহণের দুই দিন আগে থেকে অর্থাৎ ৮ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ১১ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট তিনদিনের জন্য বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।
নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থীর এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নিষেধাজ্ঞা শিথিলযোগ্য।
এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আবার জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনী ব্যবস্থা নিতে পারবেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
ইইউডি/এমজেএফ