প্রথম ধাপে আগামী ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
আদেশে বলা হয়েছে- নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পূর্ববর্তী সাতদিন থেকে ভোটগ্রহণের পরবর্তী সাতদিন পর্যন্ত সব ধরনের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে বলেন, প্রতিটি ধাপেই ১৫ দিনের জন্য এই আদেশ বলবৎ থাকবে। আর অবৈধ অস্ত্রও তো এমনিতেই নিষিদ্ধ। তাই সেটার উল্লেখ করার প্রয়োজন নেই।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
ইইউডি/এএ