ভোটের ফলাফলে চার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পেয়েছে তিনটি ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পেয়েছে একটি।
ডোমার উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ডিমলা উপজেলায় তবিবুল ইসলাম নৌকা প্রতীকে ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন মিন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪ ভোট।
সৈয়দপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন নৌকা প্রতীকে ৪০ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৮৯ ভোট।
কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ছয় জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মো. আব্দুল কালাম বারী আনারস প্রতীকে ৩৬ হাজার ৪৭ এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম ঘোড়া প্রতীকে ২২ হাজার ৮২৬ ভোট পেয়েছেন।
বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জিপি