সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে মঙ্গলবার (১৩ মার্চ)।
এতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের ভোটগ্রহণে ১৫ জেলার ১১৭ উপজেলায় নির্বাচনী অপরাধে শাস্তি প্রদানের জন্য ১১৭ জন বিচারিক হাকিম কাজ করবেন।
মেট্রোপলিটন হাকিম, বিচারিক হাকিম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমদের এ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
এবার পাঁচ ধাপে উপজেলাগুলোর ভোটগ্রহণ শেষ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে।
তিন পৌরসভায় ভোট ১৫ এপ্রিল
এদিকে দেশের তিনটি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচনের সময় দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১৫ এপ্রিল ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
এক্ষেত্রে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ, মৌলভীবাজার বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদ এবং জামালপুর ইসলামপুরের ৩ নম্বর সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ইইউডি/আরআর