বৃহস্পতিবার (২১ মার্চ) ওই দুই নারী প্রার্থী নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনশনে বসেন। তবে রাত সাড়ে ৯টার দিকে অনশনকারীদের মধ্যে একজন শেফালী বেগম বাড়ি চলে যান।
>>>আরও পড়ুন...অনশনে বসেছেন ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী
শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অনশন শুরু করেন তারা।
অনশনকারী দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাবানা বেগম (কলস) ও শেফালী বেগম (প্রজাপতি)।
অনশনকারী দুই মহিলা প্রার্থী বাংলানিউজকে জানান, ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জে ভোট গণনার সময় ব্যাপক কারচুপি হয়েছে। আমাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল। কিন্তু একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দুইজনকে পরাজিত করেছে। আমরা অবিলম্বে নির্বাচনে ভোট পুনর্গণনা দাবি করছি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এনটি