শনিবার (২৩ মার্চ) দুপুরে এ জরিমানা করেন নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব পাশা বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬ ভঙ্গ করে সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার সাঁটানোর অপরাধে ওই প্রার্থীকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসআরএস